বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের মাসেমখাঁর মোড় থেকে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে প্রায় ৩ কিলোমিটার রাস্তা পাকা করার কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশের সরকারী গাছ স্থানীয় চেয়ারম্যান টেন্ডার ছাড়াই কেটে নিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গাছ কাটা ঠিকই হয়েছে কিন্তু তাদের বক্তব্য গাছগুলি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শেই তারা গাছ কাটছেন বলে জানান চেয়ারম্যানের প্রতিনিধি শাহজাহান বিশ্বাস। তিনি জানান, গাছগুলো কেটে নিয়ে ইউনিয়ন পরিষদে রাখা হবে। পরবর্তীতে সেখান থেকে টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে।
মাসেম খাঁ জানান, ১৯৮৮ সালে বন্যা পরবর্তীতে গেরদার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক আলীয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া ও আমরা এলাকার এগারজন যৌথ ভাবে এনজিওর মাধ্যমে এই গাছগুলি রাস্তার দুইপাথে রোপন করেছিলাম।
হঠাৎ করে একদিন দেখি বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ডাবলুর নির্দেশে শাহজাহান বিশ্বাস গাছগুলি কেটে নিয়ে যাচ্ছে। আমরা যখন এনজিও মাধ্যমে গাছগুলি রোপন করি তখন আমাদের সাথে চুক্তি ছিল গাছগুলি বিক্রি করা হলে এখান থেকে একটি অংশ পাবো। ওই অংশ থেকেও আমরা বঞ্চিত হলাম। এলাকাবাসী আরো জানান, প্রায় ১০ লক্ষ টাকার গাছ কেটে নেওয়া হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে রাস্তা নির্মানের স্বার্থে গাছগুলো কেটে ইউনিয়ন পরিষদে রাখতে। পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে গাছগুলো বিক্রি করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস