বাংলা৭১নিউজ, গাজীপুর প্রতিনিধি: পুলিশের আইজি একেএম শহিদুল হক বলেছেন, এবারের ঈদে কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই। পর্যাপ্ত নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোথাও যানজট নেই।
যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। আশাকরা যাচ্ছে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি অনেক কম হবে।
তিনি আজ শুক্রবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় জেলা পুলিশের কন্ট্রোল রুম পরিদর্শন এবং যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আলী মিয়া, গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোতালেব মিয়া প্রমূখ।
বাংলা৭১নিউজ/জেএস