বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে লস্করদিয়া আতিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক- শামা ওবায়েদ। তিনি তার বক্তব্যে বলেন, দুর্নীতিতে নৌকা ডুবে গেছে, আপনারা ঐক্যবদ্ধ হোন। আগামী নির্বাচনে যেন এই নগরকান্দা থেকেই নৌকা ডুবি হয় সেই লক্ষ্যে আপনার এখন থেকেই কাজ করুন।
ইনশাআল্লাহ নৌকা ডুবি হবেই। ২০১৪ সালে বিনা ভোটে এমপিরা নির্বাচিত হয়ে দুর্নীতির মাত্রা ছড়িয়ে গেছে, তারা গণবিচ্ছিন হয়ে গেছেন। এখন তারা এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখেন না। কারন তারা ভোটে নির্বাচিত হয়নি।
উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেরস আলী ইছা, স্বেচছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার আলী জুয়েল, নগরকান্দা উপজেলা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস