তিন ম্যাচের মধ্যে ফাঁকা সময় ছিল মাত্র চারদিন। এমন ঠাসা সূচিতে বাড়তি অনুশীলন করার সুযোগ কম থাকাই স্বাভাবিক। ফাঁকা চারদিনই বাংলাদেশের ক্রিকেটারদের ছিল ঐচ্ছিক অনুশীলন। ঐচ্ছিকের বিচারে ম্যাচের গুরুত্ব আড়ালে পড়ে যেতে পারে। তবে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পরও বাংলাদেশের কাছে শেষ ম্যাচের ১০ পয়েন্ট মহা গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে নিজেদের এগিয়ে রাখতে সামনে এরচেয়ে বড় সুযোগ যে খুব কম।
ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে সুপার লিগে নিজেদের সংগ্রহ ১১০ পয়েন্টে নিতে চান তামিম ইকবালরা। সাকিব-মোস্তাফিজদের হোটেলে বসে বিশ্রামই তাই বিরাট শক্তি হয়ে আজ মাঠে প্রভাব রাখতে পারে বলে ধারণা টিম ম্যানেজমেন্টের। আজ জিতলে পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাংকিংয়ের ছয়ে উঠে যাবে বাংলাদেশ। সঙ্গে আফগানিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদও মিলবে। এক জয়ে হবে তামিমদের তিন প্রাপ্তি।
সাকিব, মোস্তাফিজ, লিটন দাস, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আফিফ হোসেনরা কাল অনুশীলনের জন্য মাঠে যাননি। মাহমুদউল্লাহ, ইয়াসির আলী রাব্বিকে নিয়ে ব্যাটিং কোচ জেমি সিডন্স বাড়তি মনোযোগী ছিলেন। ইয়াসির এক ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন। মাহমুদউল্লাহ টানা দুই ম্যাচেই ব্যর্থ। মিডলঅর্ডারে স্থিতির জন্য তাদের দিকেই চেয়ে থাকবে দল। সিডন্স হয়তো এমন কিছুই বোঝালেন।
প্রথম ম্যাচের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন, এখন প্রতিটি জয়ই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই অফ-স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘সিরিজ জয়ের পর স্বস্তি নেই। এখন সিরিজ জেতার সঙ্গে ১০টি পয়েন্টও গুরুত্বপূর্ণ। সিরিজ জিতেছি এটা ভালো খবর আমাদের জন্য। কিন্তু ১০ পয়েন্ট নিতে পারলে অনেক বেশি ভালো হবে। সামনে হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। এই ১০ পয়েন্ট সামনের চ্যালেঞ্জগুলো অনেক সহজ করে দিতে পারে। শতভাগ দিয়েই ম্যাচটি খেলতে চাই আমরা।’
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রাম থেকে দল ঢাকায় ফিরে দুদিন সময় পাবে। এজন্য দু-একজনকে বিশ্রাম দেওয়ার সুযোগ পাচ্ছে স্বাগতিকরা। মোস্তাফিজুর রহমান কিংবা তাসকিন আহমেদকে বিশ্রামে রাখার পরিকল্পনা হতে পারে। সেক্ষেত্রে ইবাদত হোসেনের ওয়ানডে অভিষেকের সম্ভাবনা থাকবে। এছাড়া মাহমুদুল হাসান ও নাজমুল হোসেন শান্ত এখনো একাদশে সুযোগ পাননি।
এই সিরিজের পরই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। সেই সফরে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ রয়েছে। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে এখনো জয় না পাওয়ায় ভালো কিছু আশা করতে পারছে না টিম ম্যানেজমেন্ট। এছাড়া আয়ারল্যান্ডে সিরিজ থাকলেও এ বছর সেটা হওয়ার সম্ভাবনা কম। আফগানদের বিপক্ষে সম্ভাব্য সেরা দলটা খেলানোর সুযোগ তাই হাতছাড়া করবে না স্বাগতিকরা।
এদিকে ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানের সমান ৯৩ পয়েন্ট বাংলাদেশের। কিন্তু নেট রানরেটে পিছিয়ে থেকে বাংলাদেশ রয়েছে সাত নম্বরে। আজ জিততে পারলেই তাদের টপকে বাংলাদেশ উঠবে ছয়ে। এক জয়ে তিন প্রাপ্তি হবে বাংলাদেশের। প্রথম দল হিসাবে ওয়ানডে সুপার লিগে একশ ছাড়ানো পয়েন্ট, প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াটওয়াশ ও র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে আসা। আগের ম্যাচে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে তিনশোর্র্ধ্ব রান করেছে বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটের প্রত্যাশা তৃতীয় ম্যাচেও।
সিরিজ হারের পর আফগানিস্তানের মুখ বন্ধ। তারা মিডিয়ার সামনে আসা যেন বন্ধই করে দিয়েছে। অথচ বাংলাদেশে আসার পর থেকেই নিজেদের শক্তি নিয়ে গর্ব করে গেছে তারা। বাংলাদেশ যে তাদের হারিয়ে দেবে সেটা যেন বিশ্বাস করতে পারছেন না রশিদরা। গতকালও মিডিয়ার সামনে আসেননি তারা।
আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ইনজুরির কারণে দলে দু-একটা পরিবর্তন আসতে পারে। ওয়ানডে সুপার লিগের প্রথম ছয় ম্যাচেই জয় পাওয়া আফগানরা টানা দুই ম্যাচে হেরে মরিয়া হয়ে আছে। তৃতীয় ম্যাচ থেকে তারাও ১০ পয়েন্ট তুলে নিয়ে স্বস্তি পেতে চায়।
বাংলা৭১নিউজ/এসকে