বাংলা৭১নিউজ, ঢাকা: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর আওয়ামী লীগ আক্রমণ করেনি দাবি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলছেন, দুষ্কৃতিকারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।
পার্বত্য অঞ্চলের ভূমিধস পরিস্থিতি পর্যালোচনাসহ পরবর্তী করণীয় নির্ধারণে মঙ্গলবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা বলেন তিনি।
মায়া বলেন, “একটি দলের মহাসচিব দুর্গত মানুষের পাশে দাঁড়াতে যেতে চেয়েছিলেন, সেখানে তাকে নাকি আক্রমণ করা হয়েছে।
“এ ধরনের ঘটনা আমরা বিশেষ করে আওয়ামী লীগ আর ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, আওয়ামী লীগের এটা কাজও না।”
পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি যাওয়ার পথে রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার মুখে পড়ে বিএনপি মহাসচিবের গাড়িবহর। বিএনপি এজন্য আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদের অনুগতদের দায়ী করেছেন।
বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে হাছান মাহমুদ প্রথমে বলেন, মির্জা ফখরুলদের গাড়ির ধাক্কায় স্থানীয় দুজন আহত হলে বিক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা এ হামলা করে।
পরে তিনি বলেন, হামলাটি স্থানীয় বিএনপির দুটি অংশের কোন্দলের কারণে হয়ে থাকতে পারে।
ত্রাণমন্ত্রী মায়া বলেন, “যারা এ কাজটি করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই বলেছেন, আমিও তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, দুষ্কৃতকারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।”
মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনা তদন্ত চলছে জানিয়ে মায়া বলেন, “যারা এ কাজটি করেছেন কাজটি ভাল করেননি, তাদের শাস্তি হোক সেটা আমি চাই এবং সরকার এজন্য কাউকে ছাড় দেবে না, সে বিশ্বাস আমার রয়েছে; সে বিশ্বাস আপনারাও (সাংবাদিক) রাখতে পারেন।”
বাংলা৭১নিউজ/জেএস