শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তোফাজ্জল হত্যা: ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আওয়ামী লীগ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আ.লীগ নেতা গ্রেপ্তার উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে ঢাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধের ৪৮ দিন পর মারা গেলেন নয়ন জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হলেন ফাহমিদা খাতুন দক্ষিণ সিটিকে মশার ওষুধ সরবরাহ করবে উত্তর সিটি পার্বত্য তিন জেলায় সংঘর্ষ, যা জানালো আইএসপিআর শরীয়তপুরে পদ্মা নদীতে ভাঙন, বাড়ি সরিয়েছে ২০০ পরিবার তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় বন্যায় নিহত ২৮৫ ঢাকায় আরেক ব্যক্তিকে পিটিয়ে হত্যা জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবেন ড. ইউনূস দীঘিনালায় সংঘাত : শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দ্বিতীয় ইনিংসেও এক অঙ্কে আটকা রোহিত যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা শেখ হাসিনা রেহানা জয়সহ ৩৮৮ জনের বিরুদ্ধে হত্যার আরেক মামলা ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৭০ হাজার রুশ সেনা

ঈদে রাজধানীর অভিজাত এলাকায় ডাকাতির পরিকল্পনা ছিল ভুয়া ডিবির

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ১২৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর অভিজাত এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়েছিল র্যাবের হাতে গ্রেফতার নকল ডিবি সদস্যরা। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক লে. কর্ণেল ইফতেখারুল মাবুদ।
তিনি জানান, গ্রেফতারকৃত ভুয়া ডিবি সদস্যরা ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে মিলিত হয়েছিল। ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে ধানমন্ডির সোবহানবাগ এলাকা থেকে আটক করা হয়।
গত মাসে টাঙ্গাইলে একটি মোটরসাইকেল ছিনতাই করে তারা। ঈদ উপলক্ষ্যে ঢাকায় আসলেও বড় ধরনের কোনো ছিনতাইয়ের আগেই তাদেরকে আটক করা হয় বলে জানান লে. কর্ণেল ইফতেখারুল মাবুদ।
তিনি আরো জানান, কাগজপত্র দেখার নাম করে রাস্তায় প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে ছিনতাই করতো ভুয়া ডিবি পুলিশের এই সদস্যরা। কখনো কখনো সুবিধামত গাড়ি ও মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যেতো। এছাড়া বিভিন্ন বাড়িতে ডিবি পরিচয়ে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, রাস্তা থেকে কোনো ব্যক্তিকে অপহরণ করে চাঁদা আদায়সহ বিভিন্ন অপকর্ম করত চক্রটি।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে ওই চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র্যাব-২। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি চাপাতি, ৬ টি ডিবির জ্যাকেট, হাতকড়া, ওয়াকিটকি এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জুয়েল হোসেন ওরফে জুয়েল রানা (২৭), হেমায়েত হোসেন ওরফে বিডিআর হেমায়েত ওরফে জসীম উদ্দিন (৫১), শেখ নাফিজ ওরফে শহর আলী (২৮), ফরিদুল ইসলাম ফরিদ (২৯), মোরশেদুল ইসলাম খান (৩৯), মোহাম্মদ আলী (৩২), আইয়ূব খান (২৫) ও স্বপন সরকার (৩৬)।
লে. কর্ণেল ইফতেখারুল মাবুদ জানান, জুয়েল এই চক্রের নেতা এবং হেমায়েত তার সহকারী হিসেবে কাজ করতো। এর আগে বিভিন্ন প্রতারণার দায়ে দেশের বিভিন্ন থানায় জুয়েলের নামে চারটি, হেমায়েতের নামে ৮টি ও আইয়ূবের নামে ৬টি মামলা রয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক আরো জানান, তারা জেলখানায় গিয়ে একজন অন্যজনের মাধ্যমে পরিচিত হয়ে এই চক্রে জড়িত হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মাইক্রোবাসটির মালিক আসলাম নামের একজন। অভিযানের সময় কৌশলে সে পালিয়ে যায়।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com