বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। গত বছর এই দিনে তিনি কানাডার ভ্যাংকুভারে মৃত্যুবরণ করেন।
শাহীন রেজা মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেনের দ্বিতীয় পুত্র। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী নেতাদের তিনি কাছ থেকে দেখেছেন।
বাবার কলেজজীবনের বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহ পেয়েছেন। তিনি পাকিস্তান আন্দোলন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত ইতিহাসের একজন বিশ্লেষক ছিলেন।
তাঁর মৃত্যুবার্ষিকীতে আজ শনিবার সকাল ৯টায় পরিবারের পক্ষ থেকে এবং প্রজন্ম ’৭১-এর পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
রাত সাড়ে ৯টায় তাঁর জীবন ও কর্ম নিয়ে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার বুদ্ধিজীবী ও তাঁর গুণগ্রাহীরা এই ওয়েবিনারে বক্তব্য দিবেন। কানাডার ভ্যাংকুভারে বিসিআরএসের আয়োজনে থাকবে ‘আলোচনায় স্মৃতিতে চেতনাতে ভাস্বর শাহীন রেজা নূর’ নামে একটি অনুষ্ঠান। এ ছাড়া সকালে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং দুস্থ শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।
শাহীন রেজা নূর ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক। দীর্ঘকাল তিনি ছিলেন মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১-এর সভাপতি। ফিল্ম সোসাইটি আন্দোলনের একজন নেতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনজীবনে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ছুটে বেরিয়েছেন গ্রাম-গঞ্জ-শহরে।
বাংলা৭১নিউজ/এসএম