বাংলা৭১নিউজ, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরার আশাশুনি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে এক ব্যক্তির ঘরে ঢুকে মারপিট ও চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ জুন) রাতে একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত শহর আলী গাজির ছেলে আফছার আলী গাজী বাদি হয়ে আশাশুনি থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় চেয়ারম্যান ডালিমসহ সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের মৃত এজাহার সরদারের ছেলে যুবলীগ নেতা চেয়ারম্যান ডালিম, পিরোজপুর গ্রামের ওমর আলীর ছেলে রিপন ও রায়হান, দুর্গাপুর গ্রামের খালেক সরদারের ছেলে ওসমান ও মহাসিন, একই গ্রামের সাইফুল এবং গদাইপুর গ্রামের কালাম গত ১২ জুন রাত ২টার দিকে ধারালো দা, বাঁশের লাঠি, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও হাতুঁড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে আফছার আলীর ঘরে প্রবেশ করে।
এ সময় তারা তাকে ঘুম থেকে ডেকে চেয়ারম্যান ডালিমের কাছে নিয়ে যেতে চায়। যেতে রাজি না হওয়ায় আসামিরা তাকে জোর পূর্বক টেনে হিচড়ে ঘরের বাইরে এনে পাকা রাস্তার উপর নিয়ে আসে। পরে চেয়ারম্যান ডালিম সেখানে উপস্থিত হয়ে তাকে মারপিট করেন এবং অন্যদেরকেও মারপিট করার হুকুম দেন।
এসময় অন্যান্যরাও তাকে মারপিট করে মারাত্মক ফোলা জখম করে। একপর্যায় আসামিরা ঘরের মধ্যে প্রবেশ করে বাক্সে রক্ষিত ২৫ হাজার টাকা নিয়ে নেয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদুল ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/জেএস