বাংলা৭১নিউজ, রাঙামাটি প্রতিনিধি:
পাহাড় ধসে বিপর্যস্ত রাঙামাটিতে নিখোঁজ সেনাসদস্যসহ আরও ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৩য় দিনের মতো উদ্ধার অভিযানে মানিকছড়ি থেকে সেনাসদস্য আজিজুর রহমানের উদ্ধার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী এ তথ্য জানিয়েছেন।
এছাড়া রাঙামাটি সার্কিট হাউসের পাশের লেক থেকে চড়ুই বেগম(৪০) ও পোস্ট অফিস কলোনি এলাকা থেকে রুপন দত্তের (২১) লাশ উদ্ধার করা হয়।
এইদিন সকাল সাড়ে ৮টা থেকে রুপনগর, মানিকছড়ি, বেদবেদিসহ পাঁচটি এলাকায় অভিযান চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল চন্দ্র মণ্ডল।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত পার্বত্য অঞ্চলসহ পাঁচ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস