রাশিয়ায় জার্মানির টেলিভিশন চ্যানেল ডয়চে ভেলের সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিয়েছে মস্কো। রাশিয়া টুডে টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম জার্মানিতে বন্ধ করে দেয়ার পর রাশিয়া পাল্টা এই ব্যবস্থা নিল।
মস্কোর এ সিদ্ধান্তের ফলে ডয়চে ভেলের মস্কো ব্যুরোর কার্যক্রম স্থগিত থাকবে এবং সেখানে কর্মরত সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হয়েছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে যখন উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছেছে তখন দুই দেশ এই পাল্টাপাল্টি ব্যবস্থা নিল।
গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ডয়চে ভেলের সম্প্রচার কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। একইসঙ্গে রাশিয়ার ভূখণ্ডে টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য যেসব যন্ত্রপাতি ও স্যাটেলাইট বসানো ছিল সেগুলো ফেরত দেবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জার্মানির এই টেলিভিশন চ্যানেলকে তারা বিদেশী এজেন্ট হিসেবে গণ্য করেছে এবং ভবিষ্যতে এধরনের আরো পদক্ষেপ নেয়া হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, জার্মানির যেসব কর্মকর্তা রাশিয়ার টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করার সঙ্গে জড়িত ছিলেন তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে যাতে তারা রাশিয়ায় প্রবেশ করতে না পারেন।
ডয়চে ভেলে হচ্ছে জার্মানির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল, এর অধীনে রুশ ভাষাসহ ৩০টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হয়।
বাংলা৭১নিনউজ/সূত্র: পার্সটুডে