হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগানে শতাধিক নারী চা শ্রমিক ভোট দিতে পারেননি। ইভিএমে ফিঙ্গার না মেলায় তাঁরা ভোট দিতে ব্যর্থ হন। ভোট দিতে না পেরে তারা কেন্দ্র থেকে ফিরে যাবেন না বলে কেন্দ্রের বাইরে বসে থাকেস।
সরেজমিনে বৃন্দাবন চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিকেল ৫টার সময় দুটি লাইনে শতাধিক ভোটার দাঁড়ানো।
ভোট দিতে ব্যর্থ নারী চা শ্রমিক মেনুকা উড়াং বলেন, ‘সকাল ৬টায় লাইনে দাঁড়িয়েছি। ফিঙ্গার না মিলায় ভোট দিতে পারিনি। সারাদিন না খেয়ে আছি। ভোট দিতে না পারলে ঘরে ফিরে যাব না। আমাদের সিল ভালো ছিল। আমরা ইভিএম চাই না’।
হিরামতি সাঁওতাল বলেন, ‘সাবান দিয়ে বারবার হাত ধুইয়া আইসাও ভোট দিতে পারিনি। আমাদের সিলই ভালো ছিল। ‘
বৃন্দাবন চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রশিদপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক শাকিল আহমেদ বলেন, ‘সকাল থেকেই ফিঙ্গার জটিলতা দেখা দেয়। ভোটাররা বারবার এসে চেষ্টা করায় সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ করতে হয়েছে’।
বাংলা৭১নিউজ/এসএইচ