মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্যালিকাকে অপহরণের পর হত্যা, দুলাভাইসহ গ্রেফতার ৩

নীলফামারী প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৬ বার পড়া হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জে শ্যালিকাকে অপহরণের পর হত্যা মামলার পলাতক আসামি শহিদ শাহসহ (৪০) তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার বাকিরা হলেন- আব্দুল করিম শাহ (৪৭) ও হেলাল মিয়া (৫৮)। তাদের কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

লে. মাহমুদ বশির আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অপহরণের তিনমাস পর উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রাম থেকে গোপনে দাফনের সময় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় পালিয়ে যায় ওই তরুণীর দুলাভাই শহীদ শাহ ও তার পরিবারের লোকজন।

ওই তরুণী উপজেলার কিশোরগঞ্জ ইউনিয়নের মুসা গ্রামের শিক্ষক সিরাজুল ইসলামের মেয়ে। মেয়েটির দুলাভাই শহীদ শাহ উপজেলার পানিয়ালপুকুর গ্রামের জাকারিয়া শাহর ছেলে। তিনি জয়পুরহাটে কর্মরত একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সিরাজুল ইসলামের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ফারজানা সিরাজ স্মৃতির সঙ্গে শহীদ শাহর বিয়ে হয়। তারা জয়পুরহাট শহরে থাকতেন। সৌধ্য নামের তাদের সাত বছরের একটি ছেলে রয়েছে।

পারিবারিক কলহে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে স্মৃতি সন্তানসহ বাবার বাড়ি ফিরে আসেন। এ অবস্থায় ২০১৯ সালের ২৯ জানুয়ারি শহীদ শাহ শ্যালিকা দিল আফরোজা সিরাজ সুলতানা ইতিকে অপহরণ করেন। এ ঘটনায় পরিবারের পক্ষে থানায় মামলা করা হয়। পুলিশ ওই সময় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী দুলাভাই শহীদ শাহকে গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। ওই মামলায় ছয় মাস পর শহিদ শাহ আদালত থেকে জামিন পান।

মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ২০২১ সালের ১৪ অক্টোবর শহীদ শাহ পুনরায় শ্যালিকাকে অপহরণ করে গা-ঢাকা দেন। এ ঘটনায় ওই তরুণীর বাবা কিশোরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও অপহৃতকে উদ্ধার অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি।

শহিদ শাহ ইতিকে নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বসবাস করে এবং একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। ১৪ জানুয়ারি নির্যাতনের একপর্যায়ে শহীদ শাহ অন্তঃসত্ত্বা ইতির পেটে লাথি মারলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। মরদেহ কিশোরগঞ্জে নিজ বাড়িতে নিয়ে গোপনে দাফনের চেষ্টা করেন শহীদ শাহ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তার বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com