বাংলা৭১নিউজ, ঢাকা:
ক্ষমতায় টিকে থাকার জন্যে সরকার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, ক্ষমতায় থাকতে যাদের হাতে রাখা দরকার সরকার তাদের অবাধ সুযোগ-সুবিধা দিচ্ছে। যারা তাদের নির্বাচনে জিতিয়ে দিতে পারবে তাদের জন্যই কাজ করছে সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মহাসড়কে দুর্ঘটনা নিয়েও কথা বলেন বিএনপি প্রধান। মহাসড়কের অবস্থার পরিবর্তন না হলে দুর্ঘটনা আরো বাড়বে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ আকাশে উড়ে বেড়ায় তাই নীচে তাকানোর সময় পায় না। মহাসড়কের অবস্থার উন্নয়ন না ঘটলে মৃত্যুর মিছিল আরো বাড়বে।
বিভিন্ন এলাকায় রাস্তা কাটার নমুনা দেখলে আওয়ামী লীগের উন্নয়নের অবস্থা বোঝা যায় বলেও মন্তব্য করেন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস