বাংলা৭১নিউজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
গত দুই দিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জেকইডা, জিঙ্গা, লাউ, শসাসহ বিভিন্ন ধরনের সবজি ফসলসহ মাছ ব্যবসায়ীদের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত রোববার রাত থেকে সোমবার বিকেলে পর্যন্ত অতিবৃষ্টিতে সবজি ফসল ও মাছের খামারের এ ক্ষয়ক্ষতি হয়। বাড়িয়াছনি এলাকার মাছ ব্যবসায়ী সুমন মিয়া জানান, প্রায় ৭ বিঘা বিলের পুকুরে ঘের দিয়ে মাছের পোনা উৎপাদন করেছেন তারা। অতিবৃষ্টির কারনে ঘেরের কয়েক স্থান খুলে গিয়ে মাছ অন্যত্র চলে গেছে। এতে করে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
পুর্বাচল উপ-শহরের বাঙ্গালবাড়ির কেয়ারটেকার হাক্কানি জানান, পুর্বাচল উপ-শহর এলাকাকায় বসবাসরত মানুষ চরম ভাবে ক্ষতিগ্রস্থ্য হয়েছে। এসব মানুষের সবজি খেত পানিতে তলিয়ে গেছে।
বাগবেড় এলাকার মনির হোসেন জানান, বাগবেড়, গুতিয়াবো, ব্রাক্ষণগাঁও, ইফসুফগঞ্জ, ইয়াপুড়াসহ আশ-পাশের এলাকাগুলোতে প্রায় ৮০ শতাংশ মানুষ সবজি ফসল করে জিবীকা নির্বাহ করে থাকেন। বৃষ্টির কারনে এসব সবজি ফসল নষ্ট হয়ে গেছে। হয়তো আর ২/১ দিন বৃষ্টি থাকলে পচে-গলে যাবে। সবজি চাষীদের ক্ষয়ক্ষতির শেষ নেই। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ই¯্রাফিল হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল গুলো জবরদখল করে ভরাট করে ফেলায় বাধের ভেতরে প্রায় হাটু পর্যন্ত পানি উঠে পড়েছে। কোন কোন স্থানে কোমড় পর্যন্ত পানি উঠে পড়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মুরাদুল হাসান বলেন, যেসব এলাকার সবজি খেত নষ্ট হয়েছে, সেসব এলাকায় খোজ নিয়ে চাষীদের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস