বাংলা৭১নিউজ, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয় ইউনিয়নের সাম্প্রতিক কালের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। শনিবার (১০জুন) বিকেলে কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন ও ইউপি চেয়ারম্যান নুরে আলম ১শ জন কৃষকের মাঝে ইইনয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে ৫ কেজি কর চাল বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জানান সরকারীভাবে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। পরবর্তীতে তাদেরকে আরো সহায়তা করা হবে।
উল্লেখ্য সাম্প্রতিককালের বন্যায় শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নে বিস্তীর্ণ এলাকার ইরি-বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়।
বাংলা৭১নিউজ/জেএস