বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করায় স্বাক্ষীদের প্রানের নাশের হুমকী দিয়েছে চিহিৃত দুই সন্ত্রাসী ফারুক সিকদার ও আ:ছালাম। এব্যপারে বাউফল থানায় দুই চাদাঁবাজদের নাম উল্লেখ্য করে একটি জিডি করেছে স্বাক্ষী জিতেন ঘরামী। জিডি নং-২৮৪/০৮/০৬/১৭ইং।
জিডি সুত্রে জানাগেছে, বাউফল উপজেলার আদাবাড়ীয়া গ্রামে সংখ্যালঘু র্নিযাতনকারী ও এলাকার চিহিৃত চাদাঁবাজ ফারুক সিকদার ও আ: ছালামের বিরুদ্ধে পটুয়াখালী জুডিসিয়াল ম্যাজিট্রেট কোর্টে খোকন চন্দ্র দাশ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় জিতেন ঘরামীকে স্বাক্ষী করা হয়। এরপর থেকে জিতেন ঘরামীকে কোর্টে গিয়ে স্বাক্ষী না দেয়ার জন্য প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে ওই দুই সন্ত্রাসী।
এবং স্বাক্ষী জিতেন ঘরামী এলাকায় বসবাস করতে না পারে এজন্য ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করতে বিভিন্ন ভয়ভিতি দেখাচ্ছে। উল্লেখ্য চিহিৃত দুই সন্ত্রাসী আ: ছালাম ও ফারুক সিকদারের বিরুদ্ধে বাউফল থানায় সংখ্যালঘু নির্যাতন ও চাদাঁবাজীসহ একাধিক মামলা রয়েছে।। বিষয়টি নিয়ে বাউফল থানার অফিস ইনর্চাজ(ওসি) আজম ফারুকী বলেন,ছালাম এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে আশ্রাফ হত্যা মামলার র্চাজসীটভুক্ত আসামী।
বাংলা৭১নিউজ/জেএস