বাংলা৭১নিউজ, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে টুম্পা খাতুন (২৭) নামে এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। শনিবার ভোররাতে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
টুম্পা খাতুন পিরোজপুর গ্রামের সাইফুল ইসলামের তৃতীয় স্ত্রী। সকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন টুম্পা খাতুন সাংবাদিকদের জানান, ভোররাতে সেহরি করতে উঠে তরকারি গরম করতে গেলে সিলিন্ডারের ত্রুটিজনিতকারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে শরীর ঝলসে যায় তার সমস্ত।
সাতক্ষীরা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ শরিফুল ইসলাম জানান, টুম্পার শরীরের ৭০ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে ঢামেকের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস