বাংলা৭১নিউজ, মংলা প্রতিনিধি:
মংলার মিঠাখালীতে আগুনে পুড়ে গেছে দুইটি বসত ঘর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতি শর্ট সার্কিট থেকে লাগা আগুনে মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি ঘর ও ঘরের সকল আসবাবপত্র। আগুনে সব কিছু পুড়লেও পবিত্র কোরআন শরীফ অক্ষত রয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিববার ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার জানান, মিঠাখালী পূর্ব পাড়ার এটিসি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দেলোয়ার হাওলাদারের বাড়ীর বসত ঘরের চার্জার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন বসত ঘর ও রান্না ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের নতুন বাস ষ্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছানেরা আগেই ঘর দুইটি ও সকল আসবাবপত্র পুরোপুরি আগুনে পুড়ে যায়। এতে ওই পরিবাররের প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী তাদের।
বাড়ীর মালিক দেলোয়ার হাওলাদার বলেন, আমি দিন মজুর কাজ করি। আর আমার একমাত্র ছেলে সাবের হাওলাদার রাজমিস্ত্রীর কাজ করে। দুই বাপ-বেটা সারা জীবন যা উপার্জন করে ছিলাম তা আগুনে পুড়ে শেষ। আগুন লাগার পর ঘর থেকে একটা সুতাও বের করতে পারি নাই। সরকারী সাহায্য ছাড়া কোনভাবেই আমাদের ঘর তোলার সামর্থ নেই। এখন বাড়ীর উঠানেই রাত কাটাতে হবে।
বাংলা৭১নিউজ/জেএস