জামালপুরের বকশীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সিদ্দিকুর রহমান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন সমর্থকদের মাঝে সংঘর্ষ দাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়েন।
এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতাউর রহমান জানান, এ ঘটনার পর থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ