যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে বহিরাগত লোকজন এসে ভোট কাটার ঘটনায় প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোটগ্রহণ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অনুপম কুমার দেবনাথ। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের অভ্যন্তরে বহিরাগতরা ভোট কাটতে শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই সময় মৃদু লাঠিচার্জে কয়েকজন চারজন আহত হয়। পুলিশ চারজনকে আটক করেছে। এরা হলেন- তুহিন, রাসেল, আশরাফুল ও কালাম। এরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আইয়ুব হোসেনের সমর্থক।
তখন ইটের আঘাতে ফারুক নামে একজন পুলিশ কনস্টেবল আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম।
সকাল ১০টার দিকে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও বিজিবি সদস্যরা আসেন।
প্রিসাইডিং অফিসার আরও জানান, এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৭৬১ জন। প্রথম ঘণ্টায় কেন্দ্রে ১৫৭টি ভোটগ্রহণ করা হয়।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৫ম ধাপের ভোটগ্রহণ চলছে।
বাংলা৭১নিউজ/এসএন