রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন এখনো চলছে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ৩ বাস ভাঙচুর সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা: জেলেরা বলছেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ মেট্রোরেলে ভ্যাট বসানো এনবিআরের ভুল সিদ্ধান্ত : ওবায়দুল কাদের ভাঙ্গায় চেয়ারম্যানপ্রার্থীর উঠান বৈঠকে হামলা-ভাঙচুর সিঙ্গাপুরে হঠাৎ মাথাচাড়া করোনার, আক্রান্ত প্রায় ২৬ হাজার বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি কাজী খলীকুজ্জমান, সম্পাদক আইনুল ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর এসএমই মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একদল কুকুরের আক্রমণে প্রাণ গেলো যুবকের উখিয়ায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

আল্লামা আহমদ শফীকে দেখতে হাসপাতালে ফখরুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা:
হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ধূপখোলার আজগর আলী হাসপাতালে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আহমেদ শফীর শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান। হাসপাতালটির কাস্টমার কেয়ার সার্ভিস কর্মকর্তা রাজিব আহমেদ জানান, হাসপাতালে অবস্থানকালে বিএনপি মহাসচিব চিকিৎসকদের কাছে আল্লামা আহমেদ শফীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।

এ সময় দলের ভাইস চেয়ারম্যান মীর মো. নাসিরউদ্দিন তার সঙ্গে ছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা আলমগীর সাংবাদিকদের বলেন, আল্লামা শফী অত্যন্ত অসুস্থ। এই হাসপাতালে আইসিইউতে আছেন। আমরা দেখতে গিয়েছিলাম। তিনি এখনও অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা বলেছেন, এখানে আসার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সময় লাগবে।

আমরা আশা করছি, তার শারীরিক অবস্থার উন্নতি হবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন। হাসপাতালের চিকিৎসক এ আর এম নূরুজ্জামানের উদ্ধৃতি দিয়ে মাওলানা শফীর বড় ছেলে মোহাম্মদ ইউসুফ বলেন, তিনি ( ফোজত আমির) ইউরিন ইনফেকশন, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও তিনি আশঙ্কামুক্ত নন।

উল্লেখ্য, শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে ৯৫ বছর বয়সি আল্লামা আহমদ শফীকে গত ১৮ মে থেকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৬ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা নিয়ে আসা হয়। তিনি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com