বাংলা৭১নিউজ, গাইবান্ধা প্রতিনিধি:
উজান থেকে নেমে আশা ঢ়লে যমুনার নদীর ভয়াবহ স্রোতে ভাঙ্গনের কবলে গাইবান্ধা সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের একমাত্র তিনতলা বিশিষ্ট কানাইপাড়া দাখিল মাদরাসা, হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া ঈদগাহ মাঠ, একটি মসজিদ ও একটি কবর স্থানসহ ৭ শতাধিক বসতবাড়ি ।
পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় যে কোন মুহুর্তে এই স্থাপনা সহ বসতিগুলো নদী গর্ভে বিলিন হতে পারে।
বারবার চেষ্টার পরেও কোন সমাধাণ পায়নি এলাকাবাসি । ফলে বিপাকে পরেছে ২ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী ও ৭ শতাধিক পরিবার ।
হঠাৎ করে নদী ভাঙ্গন দেখা দেয়ায় এলাকাবসির মাধে ভাঙ্গন অতঙ্ক বিরাজ করছে ।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী চন্দ্র শিখর জানান, ঠিকাদারের অভাবে ভাঙ্গন প্রতিরক্ষায় কাজ করা সম্ভব হচ্ছে না । ভাঙ্গন ঠেকাতে প্রচেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/জেএস