শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন

দাউদ আলাইহিস সালামের ভালোবাসার দোয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৮ বার পড়া হয়েছে

আল্লাহর ভালোবাসা তো সে-ই পায়; যে তাঁর ভালোবাসা চায়। যার প্রমাণ হজরত দাউদ আলাইহিস সালাম। তিনি মহান আল্লাহর ভালোবাসার কাতর ছিলেন। তিনি আল্লাহর কাছে তার ভালোবাসা পাওয়ার প্রার্থনা করতেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছেও এ দোয়াটি প্রিয় ছিল। তাইতো তিনি হাদিসে পাকে উম্মতে মুহাম্মাদির জন্য দোয়াটি তুলে ধরেছেন। কী সেই দোয়া?

কত চমৎকার ভালোবাসার দোয়া-ই না করেছেন হজরত দাউদ আলাইহিস সালাম! দোয়ার প্রতিটি বাক্যই মানুষকে প্রশান্তি এনে দেয়। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দাউদ আলাইহিস সালাম-এর দোয়াগুলোর মধ্যে একটি হলো এই যে, তিনি বলতেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَىَّ مِنْ نَفْسِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাজি ইউবাল্লিগুনি হুব্বাকা; আল্লাহুম্মাঝআল হুব্বাকা উহাব্বা ইলাইয়্যা মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মায়িল বারিদি।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে তোমার ভালোবাসা এবং যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। আর এমন আমল করার সামর্থ্য চাই যা তোমাকে ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেবে। হে আল্লাহ! তোমার ভালোবাসাকে আমার নিজের জান-মাল, পরিবার-পরিজন ও ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয় করে দাও।’

আল্লাহর ভালোবাসা লাভে এটি ছিল হজরত দাউদ আলাইহিস সালামের দোয়া। দোয়া ভাষা থেকে আরও একটি বিষয় স্পষ্ট যে, পয়গাম্বর হয়েও তিনি আল্লারহ ভালোবাসা পেতে কত উদগ্রীব ছিলেন!

উল্লেখ্য, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণনা থেকে আরও জানা যায় যে, হজরত দাউদ আল্লাইহিস সালাম সব লোকের চেয়ে সবচেয়ে বেশি ইবাদতকারী ছিলেন। যখনই হজরত দাউদ আলাইহিস সালামের আলোচনা আসতো; তখনই নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা বলতেন।

লক্ষ্যণীয় বিষয়

সবচেয়ে বেশি ইবাদতকারী ব্যক্তি হজরত দাউদ আলাইহিস সালামই যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দরদমাখা ভাষায় বেশি বেশি দোয়া করতেন; তবে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাগিদ দেওয়া দোয়াটি উম্মতে মুহাম্মাদির জন্য পড়া কতবেশি জরুরি?

সুতরাং মুমিন মুসলমানের উচিত, হাদিসের দিকনির্দেশনা মোতাবেক আল্লাহর ভালোবাসা পেতে দাউদ আলাইহিস সালামের এ দোয়াটি বেশি বেশি পড়া। হাদিসের উপর আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর আমল করে আল্লাহর সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com