বাংলা৭১নিউজ, ঢাকা:
সমবেদনা জানাতে ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের সেই বাড়িটির সামনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গুলশানে মওদুদের বাড়ির দখল বুঝে নিতে বুধবার দুপুর থেকে রাজউকের অভিযান চলার মধ্যে সন্ধ্যায় ইফতারের পর রাত ৮টার দিকে সেখানে উপস্থিত হন তিনি।
এসময় মওদুদ আহমদ বেগম খালেদা জিয়াকে বলেন, তার বাড়ির মালামাল বিনষ্ট করে সরাচ্ছে সরকার।
কীভাবে সরকার কোনো নোটিস ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু করে, তা বিশদভাবে খালেদা জিয়াকে বলেন তিনি।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন থোকনও এসময় খালেদার সঙ্গে ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস