ভারতের পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের তেলশোধনাগারে (আইওসি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে লাগা এই আগুনে অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
এই আগুনের ঘটনায় ওই কারখানার ৩০ জনের বেশি কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে সাত থেকে আটজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের আইওসি ও বন্দরের সিপিটি হাসপাতালে চিকিৎসা চলছে। ইতোমধ্যেই বেশ কয়েকজনকে কলকাতায় পাঠানো হয়েছে।
শোধনাগারের কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে আইওসি রিফাইনারির ডিএইচডিএস ব্লকে মোটর স্পিরিট অর্থাৎ পেট্রল তৈরির ইউনিটে একটি কলামে ওয়েল্ডিং করার সময় অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শোধনাগারের দমকল বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আটটি ইঞ্জিন ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বাংলা৭১নিউজ/এসএইচ