রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার চর্ম, যৌন ও মানসিক ওয়ার্ডে এ আগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই ওয়ার্ডের আসবাবপত্র পুড়ে গেছে। ওই ওয়ার্ডে ৩৮ জন রোগী অবস্থান করছিলেন বলে জানা গেছে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওয়ার্ডের করিডোর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ পাঁচজন আহত হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে