পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রাতুল বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাতুল ঈশ্বরদী পৌর সদরের উমিরপুর গ্রামের ব্যবসায়ী আজম বিশ্বাসের ছেলে এবং ঈশ্বরদীর সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঈশ্বরদী শহরের দিকে যাচ্ছিলেন রাতুল। ইস্তা ও উমিরপুর গ্রামের সংযোগ সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে রাতুলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় রাতুল ছিটকে পড়েন এবং মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তাকে গুরুতর আহতাবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে রাতুলের অবস্থার অবনতি হতে থাকে। তাকে রামেক হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। রাজশাহী নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার বলেন, নিহতের স্বজনরা অভিযোগ না দেওয়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।