ফেনীতে নারী নির্যাতন, ইভটিজিং, স্কুল-কলেজ পড়ুয়াদের অবাধ আড্ডাসহ বিভিন্ন অপরাধমূলম কর্মকাণ্ড ঠেকাতে নারী পুলিশ সদস্যদের নিয়ে চালু হয়েছে ‘কুইক রেসপন্স টিম’। শুক্রবার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের নির্দেশে বিশেষ এ টিম কার্যক্রম শুরু করে।
পুলিশ জানায়, দক্ষ প্রশিক্ষিত ও অস্ত্র চালনায় পারদর্শী ১০ নারী পুলিশ সদস্য নিয়ে এ টিমটি গঠন করা হয়েছে। জেলায় নারীর নিরাপত্তা, স্কুল কলেজে নারীদের ইভটিজিং থেকে রক্ষাসহ নারীদের যে কোনো বিপদে দ্রুত আইনগত সহায়তায় কাজ করবে কুইক রেসপন্স টিম।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসান ইমামের নেতৃত্বে প্রাথমিকভাবে ১০ সদস্যের একটি দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। প্রয়োজনে এ টিমের সদস্য আরও বাড়ানো হবে। নারীদের যে কোনো প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে অপরাধ দমনে এগিয়ে যাবে নারী পুলিশ সদস্যরা।
পুলিশ সদস্যদের মধ্যে যেসব নারী সদস্য শারীরিকভাবে দক্ষ, বিশেষভাবে প্রশিক্ষিত, যে কোনো ধরনের অস্ত্র ব্যবহারে সক্ষম তাদের নির্বাচন করে এ টিম গঠন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/পিকে