বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাখাইনে রোহিঙ্গাদের ওপর বেশি নির্যাতন করে আরাকান আর্মি গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে ফোন পেয়ে বের হন বাবু, সকালে মিলল মরদেহ বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কাজ সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিল: সারজিস ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি

জ্যাকেট নয়, ফ্যাশনের নতুন ট্রেন্ড শ্যাকেট

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৬ বার পড়া হয়েছে

শীত আসতেই জ্যাকেট কেনার ধুম পড়ে যায় বিভিন্ন ফ্যাশন হাউজে। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন পোশাক ব্য্যান্ডগুলোও বাজারে আনেন বিভিন্ন নকশা ও রঙের জ্যাকেট। নারী-পুরুষ কিংবা শিশু সবার কাছেই জ্যাকেটের চাহিদা তুঙ্গে।

তবে জ্যাকেটের পাশাপাশি এবার বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শ্যাকেট। নিশ্চয়ই অবাক হচ্ছেন শ্যাকেটের নাম শুনে! ফ্যাশনের শব্দভান্ডারে নতুন শব্দ হলো এই শ্যাকেট।

যুগ বদলাতেই ফ্যাশনও পাল্টে যায়। কখনো পুরোনো ফ্যাশন আসে নতুনভাবে, আবার কখনো কিছু নতুন হতেই থাকে। ঠিক যেমন শীত আসতেই ফ্যাশনেবল পোশাকের তালিকায় ঢুকে পড়েছে শ্যাকেট।

শ্যাকেট আসলে কী? শার্ট আর জ্যাকেটের মধ্যবর্তী এক ধরনের পোশাক হলো শ্যাকেট। এখন অনেকেই স্টাইল করে শার্ট পরেন। কেউ গুটিয়ে কোমরের কাছে গিঁট দেন। আবার কেউ শার্টের উপর পরেন বেল্ট।

শীতকাল আসতেই শিশু থেকে বড় সবার প্রথম পছন্দ ফার্নেল শার্ট। আর এই ফানেল শার্ট দিয়েই প্রথম শ্যাকেট বানানো হয়। ঘরে বাইরে সমান তালে এই শ্যাকেট কিন্তু ব্যবহার করা যায়। শার্ট কিংবা স্ট্র্যাপি কোনো ড্রেসের সঙ্গে বেশ মানিয়ে যায় শ্যাকেট।

শ্যাকেট আবার সব সময় লেয়ার করে পরলে ভালো লাগে না দেখতে। টি-শার্ট কিংবা শার্টের সঙ্গে পরলে শীতের দিনে ফ্যাশনও হয় আর আরামও পাওয়া যায়। আবার লম্বা ঝুল দেওয়া কোনো ড্রেসের সঙ্গেও পরতে পারেন।

শ্যাকেট পরে যদি কোমরে একটি বেল্ট জড়িয়ে নেন তাহলেও দেখতে খুবই স্টাইলিশ লাগবে। এ ছাড়াও টাইট জিন্স, মোটা বেল্ট আর শ্যাকেট পরলে দুর্দান্ত দেখাবে। ফ্যাশন তো হয়ই একই সঙ্গে শরীরের শেপও সুন্দর লাগে।

অনেকেই ভাবেন শ্যাকেট পরলে বোধ হয় বেশি মোটা দেখা যায়। এ ধারণা ভুল। যদি স্টাইল করে পরতে পারেন তাহলে অবশ্যই সুন্দর দেখাবে। চেষ্টা করুন শ্যাকেটের সঙ্গে ফিটিংস জিন্স কিংবা জেগিংস পরতে।

সঙ্গেড় যদি লং বুট পরেন, তাহলেই সম্পূর্ণা। অনেকেই লং বুট মিনি স্কার্টের সঙ্গে শ্যাকেট দিয়ে পরেন। সেক্ষেত্রেও দেখতে বেশ ভালো লাগে। ফ্যাশনে শ্যাকেটের এখন হরেক ব্যবহার আছে।

অভিনেত্রীরাও তাদের ফ্যাশনে জুড়ে নিয়েছেন এই নতুন পোশাককে। চামড়ার শ্যাকেটের দাম একটু বেশি। আর দেখতেও সুন্দর। আবার প্লেইড প্রিন্টের শ্যাকেটও আছে। পাওয়া যাবে ওভার সাইজড শ্যাকেটও।

দেশের বিভিন্ন ফ্যাশন হাউজ থেকে শুরু করে অনলাইনেও খুঁজলে পেয়ে যাবেন শ্যাকেট। কোয়ালিটি ভেদে দামেও আছে ভিন্নতা। চেষ্টা করুন ভালো মানের শ্যাকেট কিনতে। তাহলে দীর্ঘদিন টেকসই হবে শ্যাকেট।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com