বাংলা৭১নিউজ, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নুরুল আমিন মোড়ল (৪৫) ও জাহেদা খাতুন (৪০) নামে এক দম্পতি একই সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামে নিজ বাড়ির পাশে একটি জামরুল গাছে রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কার জায়েদুল হক জানান, তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাদের আত্মহত্যার কারণ সম্পর্কে কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, ওই দম্পতির দুই ছেলে এক মেয়ে আছে। এর মধ্যে এক ছেলে মানসিক প্রতিবন্দি মেয়েটার মেয়ে হয়ে গেছে। তবে কি কারনে এই দম্পতি আত্মহত্যা করছে এলাকাবাসি ও বলতে পারছে না।
বাংলা৭১নিউজ/জেএস