বাংলা৭১নিউজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিহ্নিত ভূমিদস্যু সিরাজুল বাহিনী প্রধান কুলি সিরাজের বিরুদ্ধে দমি দখলের পায়তার করার অভিযোগে জিডি করায় হাজী জমির হোসেন নামে এক জমির মালিককে ফাকা গুলি করে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫জুন) রাতে উপজেলার সাওঘাট এলাকায়। সাওঘাট এলাকার আওয়ামীলীগ নেতা হাজী জমির হোসেন জানান, একই এলাকার শের আলীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে কুলি সিরাজ তার মালিকানাধীন সাওঘাট মৌজায় ১০ শতাংশ ও সাড়ে ৭ শতাংশ জমি দুটি জবর দখলের পায়তারা করে আসছে। এ কারনে তিনি গত রবিবার রাতে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন। জিডি করে বাসায় ফেরার পথে সাওঘাট এলাকায় কুলি সিরাজ ও অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে জমির হাজীর পথ রোধ করে অ¯্র উচিয়ে ফাকা গুলি করে প্রাণ নাশের হুমকি দেয়।
এছাড়া কুলি সিরাজ জমির হাজীকে উদ্দেশ্য করে আরও বলেন, তোর ভাগ্য ভাল পূর্বাচলের অ¯্রগুলো ধরা পড়ে গেছে নইলে তোর গুষ্টিশুদ্ধ উড়িয়ে দিতাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে ৭০টি আগ্নেয়া¯্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। যার রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ।কুলি সিরাজের এ হুমুকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে জামির হাজী ও তার পরিবারের লোকজন।
জানা গেছে, কুলি সিরাজে বাবা শের আলী এক সময় পরিবহনে কুলিগিরী করত। কুলি সিরাজে বিরুদ্ধে নিরীহ মানুষের জমি দখলেন বহু অভিযোগ রয়েছে। এছাড়া তার রয়েছে নিজস্ব পেটোয়া বাহিনী। সিরাজের অত্যাচার জলুমের করনে এলাকাবাসী তাকে কুলি সিরাজ বলেই চেনেন। এ ব্যাপারে সিরাজুল ইসলাম জমি নিয়ে দ্বন্দের কথা স্বীকার করলেও হুমকির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এ ব্যপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সিরাজের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস