বাংলা৭১নিউজ, ঢাকা: প্রতারণার মামলায় ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনকে পুনরায় হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।
কোটি টাকার চেক প্রতারণা মামলায় তাকে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আজ সোমবার (৫জুন) ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী শওকত হোসেন মিয়া জানিয়েছেন, আজ এ মামলায় এমপি হারুনের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু এমপি হারুন আদালতে হাজির না হওয়ায় বিচারক আগামী ২৩ নভেম্বর পুনরায় হাজির হওয়ার নির্দেশ দেন। তবে আজ মামলার বাদী খলিলুর রহমান আদালতে হাজির ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের সঙ্গে মামলার বাদী ব্যবসায়ী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক খলিলুর রহমানের ব্যবসায়িক সম্পর্ক থাকায় পাঁচ কোটি টাকা ধার হিসেবে নেন।
পরে সেই টাকা বাদী ফেরত চাইলে এমপি হারুন এক কোটি করে তিন কোটি টাকার চেক দেন। পরবর্তী সময়ে বাদী সেই চেক নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করলে তা নগদায়ন না হয়ে অপর্যাপ্ত তহবিলের কারণে ফেরত আসে। পরে বাদী এ ঘটনায় মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলা করেন।
প্রসঙ্গত, সম্প্রতি বনানীতে দুই ছাত্রী ধর্ষণের মামলায় আলোচিত রেইনট্রি হোটেলের মালিক এমপি হারুনের ছেলে।
বাংলা৭১নিউজ/জেএস