বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়ায় জঙ্গি সন্দেহে আটক বাড়ির মালিক জামায়াত নেতা আইনজীবি ফরিদ আহমেদের বিরুদ্ধে শালিখা থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করেছে।
আটককৃতদের অপর ৭ জনের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দপুরে তাদের আদালতে হাজির করে জিঙ্গাসা বাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম জানান, আটককৃত ৭ জন নিজে দেরকে খুচরা ব্যবসায়ী পরিচয় দিয়ে মাগুরা শালিখা উপজেলা সদরের আড়পাড়া বাজারে জামায়াত নেতা এ্যাড. ফরিদ আহমেদের তিনতলা বাড়ি মাত্র ২০ দিনের জন্য ভাড়া নেয়এ সন্দেহ ভাজন ব্যাক্তিরা।
গতকাল শুক্রবার পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে বাড়ির মালিকসহ সন্দেহ ভাজন মোঃ বাচ্চু, ওবাইদুর রহমান, আবুল বাসার, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন নামের ৮ জনকে আটক করে।
আটককৃতদের বাড়ি ফরিদপুর জেলার ভাংঙ্গা উপজেলার পীরের চর গ্রামে। আটকৃতদের নিকট থেকে জাল টাকা তৈরীর সরঞ্জামাদী, ২টি কাসার মূর্তি, কিছু ইলেক্ট্রলিকস ডিভাইস উদ্ধার করা হয়েছে। জিঙ্গাসাবাদের পর বলা যাবে তারা জঙ্গী না প্রতারক চক্রের সদস্য।
বাংলা৭১নিউজ/জেএস