ময়মনসিংহে আমদানি বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডালের। প্রতিকেজি ডালে দাম কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা।
শনিবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর মেছুয়াবাজারে ঘুরে এ তথ্য পাওয়া যায়।
মেছুয়া বাজারের আমিরুল ইসলাম বলেন, শীতের সব ধরনের সবজির আমদানি বাড়ায় দাম কেজিতে ২০-৩০ টাকা কমেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ২০, শিম ৩০, শসা ৩০, নতুন আলু ৬০, কাঁচা টমেটো ৫০, পাঁকা টমেটো ১৪০, পটল ৩০, ফুলকপি ৩০ (পিস), গাজর ৬০, মুখিকচু ৩০, লাউ ৪০ (পিস), শালগম ৫০, পাতাকপি ২০, পেঁয়াজ পাতা ৫০, করলা ৪০, পেঁপে ২০, ঢেঁড়স ৪০, চিচিঙ্গা ৪০, মিষ্টি কুমড়া ২০, কাঁচাকলা ২০ (হালি), বরবটি ৬০ ও লেবু ১৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
বাজারের মামুন স্টোরের বিক্রেতা মামুন বলেন, ভাঙা মসুর ডাল তিনটাকা বেড়ে ৭৮, ফুটবল মসুর ডাল দুই টাকা বেড়ে ৮৬, দেশি মসুর ডাল দুই টাকা বেড়ে ৯২, মুগডাল দুই টাকা বেড়ে ১১৭, বুটের ডাল ৬৫, ভাঙা মাসকলাই দুই টাকা বেড়ে ১২০, মাসকলাই ৯২, চিনি ৮০, প্যাকেট আটা ৪২, খোলা আটা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে, বাজারের মুরগি বিক্রেতা মো. মামুন মিয়া বলেন, ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে পাঁচ টাকা। এছাড়া সোনালি ও লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমেছে।
তিনি বলেন, বয়লার মুরগি ১৪০, সোনালি ২৫০, লেয়ার ২৪০, সাদা কক ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি মুরগির ডিম ৬০ টাকা হালি, হাসের ডিম ৫৫ টাকা, সোনালি মুরগির ডিম ৫০ টাকা ও ফার্মের মুরগির ডিম ৩৫ হালিতে বিক্রি হচ্ছে।
বাজারের আবুল হাসেম স্টোরের বিক্রেতা কামাল হোসেন বলেন, দেশি রসুন ৪০, ইন্ডিয়ান রসুন ১২০, দেশি পেঁয়াজ ৪৫, ইন্ডিয়ান পেঁয়াজ পাঁচ টাকা কমে ৩৫, আদা ৫০, দেশি আলু ২৫, জাম আলু ২৮, ডায়মন্ড আলু ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মেছুয়া বাজারের হাবিবুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় সব প্রকার মাছের দাম কেজিতে ২০-২৫ টাকা কমেছে।