বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত শনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস সচিবালয়ের অগ্নিকাণ্ড ‘পরিকল্পিত’ মনে হচ্ছে নৌবাহিনী কর্মকর্তার ‘নয়া দামান’খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’ রাখাইনে রোহিঙ্গাদের ওপর বেশি নির্যাতন করে আরাকান আর্মি গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে ফোন পেয়ে বের হন বাবু, সকালে মিলল মরদেহ বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কাজ সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিল: সারজিস ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ

ময়মনসিংহে সবজির দাম কমলেও বেড়েছে ডালের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে আমদানি বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডালের। প্রতিকেজি ডালে দাম কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা।

শনিবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর মেছুয়াবাজারে ঘুরে এ তথ্য পাওয়া যায়।

 

মেছুয়া বাজারের আমিরুল ইসলাম বলেন, শীতের সব ধরনের সবজির আমদানি বাড়ায় দাম কেজিতে ২০-৩০ টাকা কমেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ২০, শিম ৩০, শসা ৩০, নতুন আলু ৬০, কাঁচা টমেটো ৫০, পাঁকা টমেটো ১৪০, পটল ৩০, ফুলকপি ৩০ (পিস), গাজর ৬০, মুখিকচু ৩০, লাউ ৪০ (পিস), শালগম ৫০, পাতাকপি ২০, পেঁয়াজ পাতা ৫০, করলা ৪০, পেঁপে ২০, ঢেঁড়স ৪০, চিচিঙ্গা ৪০, মিষ্টি কুমড়া ২০, কাঁচাকলা ২০ (হালি), বরবটি ৬০ ও লেবু ১৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

 

বাজারের মামুন স্টোরের বিক্রেতা মামুন বলেন, ভাঙা মসুর ডাল তিনটাকা বেড়ে ৭৮, ফুটবল মসুর ডাল দুই টাকা বেড়ে ৮৬, দেশি মসুর ডাল দুই টাকা বেড়ে ৯২, মুগডাল দুই টাকা বেড়ে ১১৭, বুটের ডাল ৬৫, ভাঙা মাসকলাই দুই টাকা বেড়ে ১২০, মাসকলাই ৯২, চিনি ৮০, প্যাকেট আটা ৪২, খোলা আটা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, বাজারের মুরগি বিক্রেতা মো. মামুন মিয়া বলেন, ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে পাঁচ টাকা। এছাড়া সোনালি ও লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমেছে।

 

তিনি বলেন, বয়লার মুরগি ১৪০, সোনালি ২৫০, লেয়ার ২৪০, সাদা কক ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি মুরগির ডিম ৬০ টাকা হালি, হাসের ডিম ৫৫ টাকা, সোনালি মুরগির ডিম ৫০ টাকা ও ফার্মের মুরগির ডিম ৩৫ হালিতে বিক্রি হচ্ছে।

 

বাজারের আবুল হাসেম স্টোরের বিক্রেতা কামাল হোসেন বলেন, দেশি রসুন ৪০, ইন্ডিয়ান রসুন ১২০, দেশি পেঁয়াজ ৪৫, ইন্ডিয়ান পেঁয়াজ পাঁচ টাকা কমে ৩৫, আদা ৫০, দেশি আলু ২৫, জাম আলু ২৮, ডায়মন্ড আলু ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মেছুয়া বাজারের হাবিবুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় সব প্রকার মাছের দাম কেজিতে ২০-২৫ টাকা কমেছে।

 

বাংলা৭১নিউজ/বিএফ

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com