রাজবাড়ী সদর উপজেলার বাণিবহে চাঞ্চল্যকর আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল লতিফ হত্যাকান্ডের পর তার স্ত্রী শেফালী আক্তার একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ী হতে চলেছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ছিলো চতুর্থ ধাপে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রার্থীদের মনোনয়পত্র জমা দেবার শেষ দিন। এ দিন বাণিবহ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, নিহত লতিয়ের স্ত্রী শেফালী আক্তার।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার জানিয়েছেন, বাণিবহ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী শেফালী আক্তার। ফলে বিনা ভোটে তার বিজয়ী হবার সম্ভববনা বেশি। কারণ ওই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মনোননিত হওয়া এবং মনোনয়পত্র প্রত্যাহারের সময় শেষ হবার পর চুড়ান্ত ভাবে বিজয়ী বলা সম্ভব হবে। তিনি আরো বলেন, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী ৬২ জন, সাধারণ সদস্য ৪৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর আগে গত বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয় থেকে তার হাতে দলীয় নৌকা প্রতিক তুলে দেওয়া হয়। শেফালী আক্তার জানান, তাকে নৌকা প্রতিক দেওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, নিহত লতিফের চিন্তা চেতনায় ছিলো বাণিবহ ইউনিয়ন বাসীর উন্নয়ন। তিনি নির্বাচিত হয়ে লতিফের ওই অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। সে কারণে তিনি ইউনিয়নের সকল ধরণের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাতে নির্বাচনী প্রচারনা শেষে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের মহিষবাতান গ্রামের বাড়ীতে মোটরসাইকেলে ফেরার পথে দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে। লতিফ ছিলেন, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব, বাণিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
বাংলা৭১নিউজ/এসএন