ঘন কুয়াশায় পাবনার কাজীরহাট-আরিচা নৌ-রুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৪ নভেম্বর) ভোর চারটা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। এতে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের ঘাটে অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাজীরহাট বিআইডব্লিউটিসির অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে ঘন কুয়াশা পড়তে থাকে। এতে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে পাবনা-ঢাকা মহাসড়কে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ছোট ছোট কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে কোনোমতে চলাচল করছে। যানবাহন ধীর গতিতে আসার কারণে ঘাটে যানযট তীব্র হয়নি বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।
বিআইডব্লিউটিসির কাজীরহাট অফিসের ম্যানেজার মাহবুবুর রহমান জানান, কাজীরহাট-আরিচা নৌ-রুটে ছোট একটি ফেরিসহ ৪টি ফেরি চলাচল করে। এ নৌ-রুটে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরিগুলো যানবাহন বোঝাই করে উভয় ঘাটে নোঙর করে বসে আছে। কুয়াশা কেটে গেলে এ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তবে কাজীরহাট ঘাট এলাকায় কুয়াশার কারণে ট্রাক কম আসায় খুব একটা যানজট হয়নি।
এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও বুধবার (২৪ নভেম্বর) সকাল ৬টা থেকে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।
বাংলা৭১নিউজ/সিএফ