সেবা রপ্তানির আয় চার মাসের মধ্যে দেশে নিয়ে আসার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক সার্কুলারে বলা হয়েছে, রপ্তানি আয় চার মাসের মধ্যে দেশে প্রত্যাবাসনের বাধ্যবাধকতা সেবা রপ্তানির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে।
সার্কুলারে আরো বলা হয়েছে, সেবা রপ্তানির আয় দেশে নিয়ে আসার সুবিধার্থে রপ্তানিকারক বিদেশে শুধু নোশনাল অ্যাকাউন্ট (অন্য দেশের লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট গেটওয়েতে অনানুষ্ঠানিক হিসাব) কিংবা মার্চেন্ট হিসাব পরিচালনা করতে পারবে। এসব হিসাব ছাড়া ক্রিপটোকারেন্সিসহ অন্য কোনো মুদ্রায় ভিন্ন হিসাব বিদেশে খোলা যাবে না।
বাংলা৭১নিউজ/এআরকে