নাটোরের লালপুরে নির্বাচনী প্রচারণার পোস্টার ঝোলাতে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত শাকিল হোসেন (১৭) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে। বুধবার (১৭ নভেম্বর ) বিকেলে টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ৫নং ওয়াডের্র মেম্বার প্রার্থী ওসমান গণির ফুটবল প্রতীকের পোস্টার ঝোলাতে গাছে উঠলে হঠাৎ পড়ে গিয়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সামান্য কিছু টাকার বিনিময়ে মেম্বার প্রার্থী ওসমান গণি অনেক কিশোরকে দিয়ে এ সমস্ত ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছেন। পরবর্তীতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর যেন কারও সঙ্গে না ঘটে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলা নির্বাচন অফিসের সুদৃষ্টি কামনা করেন তারা।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, খবরটি আমরা জেনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
বাংলা৭১নিউজ/জিকে