বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দুইজনকে আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

বহর নিয়ে ভোট দিলেন এমপি মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ-২ আসনের (সিংগাইর-হরিরামপুর) সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে চারিগ্রাম ইউনিয়নের ২৭ নম্বর চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দেন এমপি মমতাজ বেগম। পরে তিনি ভোটকেন্দ্রের কয়েকটি বুথ পরিদর্শন করেন। তিনি ভোটকেন্দ্রের ভেতরে গিয়ে পোলিং এজেন্ট ও প্রার্থীর এজেন্টদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় তার সঙ্গে ছিলেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহিদ, সায়েদুল ইসলাম, চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেওয়ান মো. রিপন হোসেনসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত সাংবাদিকরা মমতাজ বেগমকে আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্র পরিদর্শনের বিষয়ে চানতে চান। তিনি বলেন, আমি জয়মন্টপ ইউনিয়নের ভোটার। এজন্য ভোট দিতে এসেছি। যতদিন আচরণবিধির বিষয় ছিল ততদিন এলাকায় আসিনি। আমি কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি মাত্র। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে কি না তা দেখতে এসেছি।

আপনার ভোটকেন্দ্র পরিদর্শন আচরণবিধির লঙ্ঘন কিনা জানতে চাইলে এ নারী এমপি বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে আলাপ করে এসেছি। তারা বলেছেন একটু দেখে গেলে সমস্যা নাই।’

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একজন সংসদ সদস্য হিসেবে তিনি (মমতাজ বেগম) ভোটকেন্দ্র পরিদর্শনে আসতে পারেন না। তবে তিনি তার নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর আমি মমতাজ ম্যাডামের সঙ্গে কথা বলেছি। তিনি ভোটকেন্দ্র থেকে চলে গেছেন।’ আচরণবিধি লঙ্ঘন করার কারণে তাকে শোকজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে জেলা নির্বাচন কমিশনার বলেন, এ ব্যাপারে যদি কেউ অভিযোগ করেন তাহলে আমরা তার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনকে জানাবো।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, তিনি বিষয়টি অবগত নন। তিনি বিষয়টি নিয়ে এমপির সঙ্গে কথা বলবেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com