বাগেরহাটের ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় পারিবারিক কলহে স্বামীর হাতে খুন হয়েছেন আরিফা বেগম (১৮) নামে এক নারী। তার ১৩ মাস বয়সী এক ছেলে রয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক মো. হেলাল (২৫) পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবার জানায়, ২০১৩ সালে ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের মো. আরিফ আলীর মেয়ে আরিফা বেগমের সঙ্গে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মো. হেলালের বিয়ে হয়। ২০২০ সালে তাদের ঘরে এক ছেলে সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই তারা খুলন শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
৩ দিন আগে হেলালের সঙ্গে স্ত্রী আরিফার পারিবারিক কলহ হয়। এ ঘটনার পর আরিফা ছেলেকে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে তার মায়ের কাছে চলে আসেন। সোমবার রাতে মো. হেলাল ওই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আরিফা বেগমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মো. হেলাল পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে।
বাংলা৭১নিউজ/বিএফ