খুলনার শিববাড়ি মোড় এলাকায় সরকারিভাবে স্থাপন করা হয়েছে মহানগরীর প্রথম ফায়ার হাইড্রেন্ট। খুলনার গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যায়ক্রমে আরও ৫০ ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এসময় তিনি বলেন, আধুনিক খুলনা নগরী গড়তে ফায়ার হাইড্রেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুলনার অধিকাংশ পুকুর ভরাটের কারণে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে অনেক দূর থেকে পানি আনতে হয়। যার ফলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। ফায়ার হাইড্রেন্টের মাধ্যমে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। একসঙ্গে নগরীর পুকুরগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা হোটেল সিটি ইনের (অগ্নি ও নিরাপত্তা ব্যবস্থাপনা) উপদেষ্টা মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বাবুল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে হোটেল সিটি ইনের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন স্বগত বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/সিএফ