বাংলা৭১নিউজ, ডেস্ক: ‘আমি সেই দিন হবো শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না/অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-বিদ্রোহী রণ-ক্লান্ত।’ আজ ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে বাঙালির অহঙ্কার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী। কাজী নজরুল বিদ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি। পরাধীনতার ক্রান্তিলগ্নে বিস্ময়কর এক প্রতিভা নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল। তাঁর মধ্যে ছিলো সাহস, সৌন্দর্য এ শৈল্পিক অহঙ্কারের মহত্তম গুণ। কবি নজরুল অনন্য সাধারণ প্রতিভার গুণে বাংলা সাহিত্য ও সঙ্গীতে অবিস্মরণীয় নতুন মাত্রা যোগ করেছেন। এক হাতে বাঁশের বাঁশি অন্য হাতে রণতূর্য নিয়ে ধূমকেতুর মতই তাঁর আবির্ভাব হয়েছিলো। বাংলা ১৩০৬ সালের আজকের এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম। আজ নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে। সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায়ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।
গতকাল সন্ধ্যায় নজরুল পরিষদ চাঁদপুর জেলা শাখা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল জয়ন্তী উদ্যাপন করে। সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রূপালী চম্পক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন।
আজ বিকেলে সপ্তসুর সংগীত একাডেমী প্রেসক্লাব সড়কস্থ কার্যালয়ে, সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী নিজস্ব মিলনায়তনে এবং কাল শুক্রবার সংগীত নিকেতন জেলা শিল্পকলা একাডেমীতে নজরুল জয়ন্তী উদ্যাপন করবে।
বাংলা৭১নিউজ/সিএইস