শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় টাইগারদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথমে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ পরিত্যক্ত। এরপর নিউজিল্যান্ডের কাছে হার।

দুই ম্যাচ পর বদলে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে কয়েকটি সমীকরণ আলোচনায় উঠে আসে। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের বাইরে প্রথম জয়ের হাতছানি। অন্যটি র‌্যাঙ্কিংয়ে উন্নতি। দুইয়ে মিলে এই ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠে টাইগারদের জন্য।

গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে নিউজিল্যান্ডকে ২৭০ রানে আটকে রাখে মাশরাফি বাহিনী। এরপর ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। শুধু জয় বললে ভুল হবে- অনন্য জয়। ঐতিহাসিক জয়। দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়। যে জয় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টেনে তুলল আরো একধাপ। এই জয়ের ফলে বাংলাদেশ আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসবে। যা হবে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ র‌্যাঙ্কিং।

বাংলাদেশের জয়ে ব্যাট হাতে প্রথম দিকে অবদান রাখেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। তারা দুজন দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের ভিত্তিটা গড়ে দিয়ে যান। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। তামিম ইকবাল ৬ চার ও ১ ছক্কায় ৬৫ রান করে আউট হন। এরপর ৮৩ বলে ৬৫ রান করে আউট হন সাব্বির রহমানও। ১০ রান করে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৯ রান করে ফিরে যান সাকিব আল হাসান। ১ উইকেট হারিয়ে ১৪৩ রান করা বাংলাদেশ ১৯৯ রানেই হারিয়ে বসে ৫ উইকেট।

তামিম-সাব্বিরের পর বাংলাদেশের জয়ে ব্যাট হাতে অবদান রাখেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা দুজন ষষ্ঠ উইকেটে ৭২ রানের জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মুশফিকুর রহিম ৪৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৩৬ বলে ৬টি চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বল হাতে নিউজিল্যান্ডের জিতান প্যাটেল ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন হামিশ ব্যানেট ও মিচেল স্যান্টনার।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু ২৩ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় উইকেটে টম লাথাম ও নেইল ব্রুম দলীয় সংগ্রহকে ১৫৬ রান পর্যন্ত টেনে নেন। এরপর ব্রুম ও লাথাম দ্রুত ফিরে যান। ১৫৬ রানে ব্রুম (৬৩) আউট হওয়ার পর ১৬৭ রানে আউট হন লাথাম। দ্রুত উইকেট হারালেও শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন রস টেলর। তিনি ৫৬ বলে ৬টি চারে অপরাজিত ৬০ রান করেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পায় কিউইরা।

বল হাতে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেন ও সাকিব আল হাসান ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। আর সিরিজ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের টম লাথাম।

বাংলা৭১নিউজ/এমবিএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com