বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালে বজ্রসহ ভারী বৃষ্টি, দুই দিনে ২০ জনের মৃত্যু হিন্দু সেজে ২৩ দিন পাহাড়ের মন্দিরে ছিলেন ফয়সাল-মোস্তাফিজ তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মসম্পাদন চুক্তি আরও এক বছর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব থাকছেন তোফাজ্জল রাশিয়া-চীন-ভারতসহ উন্নত দেশ থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক তারেককে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলমান: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর

আজ খালিয়াজুরী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নেত্রকোনা: অকাল বন্যায় হাওরদ্বীপ হিসেবে খ্যাত নেত্রকোনার খালিয়াজুরী স্বচক্ষে দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খালিয়াজুরীতে যাচ্ছেন। তিনি উপজেলার অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

নেত্রকোনা জেলা প্রশাসন জানায়, আজ সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে খালিয়াজুরী উপজেলা সদরে কলেজ মাঠ সংলগ্ননির্মিত হ্যালিপ্যাডে নামবেন। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধীজনদের সঙ্গেও মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে সাফল্যমণ্ডিত করতে জেলা আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও সভা সমাবেশ প্রস্তুতি নেন। ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ্ উদ্দিন সিরাজ এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে পথ সভা করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ডেইজী সারোয়ার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান মিট, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহসম্পাদক মীর মেহেদী হাসান টিটু, সামছুর রহমান ওরফে ভিপি লিটন সঙ্গে ছিলেন।

খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার জানান, খালিয়াজুরীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এটিই প্রথম সফর। প্রধানমন্ত্রীর সফরের খবর বন্যা দুর্গত খালিয়াজুরী উপজেলাবাসীকে আনন্দিত করেছে।

খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সামছুজ্জামান তালুকদার সুয়েব বলেন, শেখ হাসিনাকে খালিয়াজুরীবাসী স্বাগত জানাতে প্রস্তুত। তার আগমনে আমরা সব দুঃখ-কষ্ট ভুলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। খালিয়জুরীবাসীর আশা নেত্রী স্বচক্ষে আমাদের অবস্থা দেখবেন এবং আমাদের আগামী দিনের চলার পথ করে যাবেন।

নেত্রকোনার জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী উভয়েই জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট অকাল বন্যায় হাওরদ্বীপ খালিয়াজুরী উপজেলার ৮৯টি ছোট-বড় হাওরের ২০ হাজার ৭০ হেক্টর জমির শতভাগ তলিয়ে গেছে। ওই উপজেলার একজন কৃষকের গোলায়ও এক ছটাক ধান ওঠেনি। এতে অন্তত ৩০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া হাওরের পাঁচ হাজার মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর আগে গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালিয়াজুরীর পাশ্ববর্তী সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com