বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

সামান্থা-নাগার বিচ্ছেদ, আমিরকেই দায়ী করলেন কঙ্গনা!

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পড়া হয়েছে

ফের একবার আমিরের বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা রানাউত। এবার দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্যর বিচ্ছেদের কারণ হিসেবে আমির খানকেই দায়ী করলেন বলিউড অভিনেত্রী। শুধু তা-ই নয়, মি. পারফেকশনিস্টকে ‘ডিভোর্স এক্সপার্ট’ বলেও অভিযোগ তুললেন কঙ্গনা। 

এর আগে গত শনিবারই (২ অক্টোবর) যৌথ বিবৃতি দিয়ে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন সামান্থা ও নাগা। কঙ্গনার মতে, বলিউডের ‘ডিভোর্স এক্সপার্ট’ আমির খানের সঙ্গে মেশার করণেই ঘটল এই ঘটনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘যখনই ডিভোর্স হয়, তখন দোষ হয় সবসময় পুরুষদের…! এটা গোঁড়া বা অত্যাধিক জাজমেন্টাল শোনালেও এভাবেই ঈশ্বর ছেলে ও মেয়েদের চরিত্র বানিয়েছেন। আদিমভাবে ও বৈজ্ঞানিকভাবেও ছেলেরা শিকারি আর মেয়েরা লালন-পালনের জন্য তৈরি। দয়া করে এদের ওপর দয়া দেখানো বন্ধ করুন। যারা জামা-কাপড় বদলানোর মতো স্ত্রী বদলায় এবং পরবর্তীতে তাঁদের নিজেদের প্রিয় বন্ধু হিসেবে দাবি করে।’ 

বলিউডের এই শক্তিমান অভিনেত্রী আরও লেখেন, ‘ওই সমস্ত স্পয়েল ব্র্যাটদের লজ্জা হওয়া উচিত, যাঁরা মিডিয়া আর অনুরাগীদের থেকে উৎসাহ পেয়ে ডিভোর্স দেয়…, যত দিন যাচ্ছে ততই যেন ডিভোর্স কালচার বাড়ছে।’

কঙ্গনা এটাও জানান যে, হাজারের মধ্যে একজন নারীর ভুল হতেই পারে। সেইসঙ্গে এই অভিনেত্রী প্রশ্ন তোলেন সামান্থা ও নাগার ডিভোর্সের টাইমিং নিয়েও। 

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ দিয়েই বলিউডে অভিষেক করতে চলেছেন নাগা চৈতন্য। কঙ্গনা লেখেন, ‘দক্ষিণের এই অভিনেতা যে নিজের ৪ বছরের বিবাহিত জীবন ভাঙতে চলেছেন এবং সম্প্রতি বলিউডের এক সুপারস্টার ডিভোর্স এক্সাপার্টের সংস্পর্শে এসেছেন, যিনি কিনা অনেক নারী ও বাচ্চাদের জীবন নষ্ট করেছেন…! অন্ধ না হলে আমরা সহজেই বুঝে নিতে পারব কার কথা বলা হচ্ছে।’

প্রসঙ্গত, শনিবার (২ অক্টোবর) নিজেদের বিচ্ছেদের খবর সামাজিক মাধ্যমে পোস্ট করে ঘোষণা করেন এই প্রাক্তন জুটি। চতুর্থ বিবাহবার্ষিকীর মাত্র চার দিন আগে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এবার ‘নিজেদের পথে চলতে’ চান দুজনে।

ইনস্টাগ্রাম পোস্টে নাগার্জুন পুত্র লেখেন, ‘অনেক আলোচনা এবং চিন্তা-ভাবনার পর আমি এবং স্যাম (সামান্থা) আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। এই কঠিন সময়ে আশা করি আমাদের শুভানুধ্যায়ী, বন্ধু এবং সংবাদমাধ্যম আমাদের সমর্থন করবে এবং গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’

বাংলা৭১নিউজ/এসএফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com