বাংলা৭১নিউজ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীর বেনিপুরে জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো অভিযান ‘সান ডেভিল’ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বোম ডিজপোজাল ইউনিটের সদস্যরা আসার পর এই অভিযান শুরু হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে অভিযান স্থগিত ঘোষণা করা হয়।
অভিযানের আগে বাড়িটির আশপাশের এলাকা থেকে লোকদের সরিয়ে নেয়া হয়। এক বর্গকিলোমিটার এলাকাতে ১৪৪ ধারা বহাল রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দ্বিতীয় দিনের অভিযানে অংশ নিয়েছেন।
এদিকে, দ্বিতীয় দিনের অভিযানের শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে।
তবে বিপরীত থেকে কোনো সাড়া না পেয়ে বাড়িটিতে প্রবেশ করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী এক খুদেবার্তায় জানিয়েছেন, বাড়িটিতে চারটি ঘর রয়েছে। সেখানে আর কাউকে জীবিত পাওয়া যায়নি।
এখন বাড়িটিতে বিস্ফোরক মজুদ আছে কিনা তা দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এম