ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ মহাসড়কের ময়লার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-নগরীর মো. মন্টু মিয়ার ছেলে মো. রাসেল (২৯), মৃত আরব আলীর ছেলে মো. দুলাল (৩২), মৃত দুলাল মিয়ার ছেলে মামুন মিয়া (২৯), মো. ইলিয়াছ মিয়ার ছেলে সীমান্ত (২৮), মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. রাকিব (২০), আব্দুর রশিদের ছেলে মো. সাগর আহম্মেদ (২৮), মৃত আব্দুল কাদেরের ছেলে সাকিব মিয়া (২১), আদনান মিয়ার ছেলে টিটু মিয়া (২৭) এবং আবুল হোসেনের ছেলে রনি মিয়া (২৫)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির পৃথক মামলা করা হয়েছে। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/পিকে