রাজধানীর গুলশান লেকে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি নৌকাটি ডুবে যায়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নৌকাটি ডুবে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নৌকাটি উদ্ধারে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, নৌকায় সাত থেকে আট জন যাত্রী ছিলেন। তারা লেক পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। তবে সব যাত্রীরাই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।
তিনি আরও বলেন, নৌকার মাঝিকেও জীবিত উদ্ধার করা হয়েছে। তারপরও আমাদের ডুবুরিরা উদ্ধার অভিযান চালান।
বাংলা৭১নিউজ/এসএম