বুধবার, ২২ মে ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

প্রতিরোধ ব্যবস্থাই পারে মেনিনজাইটিস থেকে বাঁচাতে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: মেনিনজাইটিস একটি প্রাণঘাতী রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু বরণ করতে পারে। তাই এই রোগের প্রতিরোধ ব্যবস্থাই হতে পারে জীবন রক্ষার সর্বোত্তম পন্থা।

এমন বার্তা নিয়ে দেশ জুড়ে ৩০ এপ্রিল পর্যন্ত নানা আয়োজনে পালিত হচ্ছে মেনিনজাইটিস সপ্তাহ।

এ উপলক্ষে স্বাস্থ্য খাতের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এরই মধ্যে পালিত হয়েছে বিশ্ব মেনিনজাইটিস দিবস। এ উপলক্ষে রাজধানীতে সানোফির আয়োজনে গণসচেতনতামূলক র‌্যালি করা হয়, যা উদ্বোধন করেন ঢাকা শিশু হাসাপাতালের পরিচালক অধ্যাপক মনজুর হোসেন।

রোগটির ভয়াবহতা তুলে ধরে অধ্যাপক মনজুর হোসেন বলেন, মেনেনজাইটিস রোগে প্রতি বছর প্রায় ১.৭ মিলিয়ন শিশু আক্রান্ত হয়। সচেতনতা না থাকায় বাংলদেশে এখনও এ রোগে আক্রান্তের সঠিক হিসাব নেই। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা খুব দ্রুত এই রোগে আক্রান্ত হয়।

প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আগাম টিকা দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। অবহেলা করলে আক্রান্ত ব্যক্তি বিকলাঙ্গও হয়ে যেতে পারে বলে সতর্ক বার্তা দেন এই চিকিৎসক।

চিকিৎসকসহ সাধারণ মানুষের মধ্যে মেনিনজাইটিস সচেতনতার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে সানোফি বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ এ বি তাহমিদ বলেন, ‘মেনিনজাইটিস চিকিৎসার জন্য খুব কম সময় পাওয়া যায়। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে আক্রান্ত হবার প্রবণতা থাকলেও ঝুঁকিতে রয়েছে বড়রাও।

মেনিনজাইটিস কী

মেনিনজাইটিস একটি মস্তিষ্কের প্রদাহজনিত রোগ। এটি ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। রোগের প্রাথমিক লক্ষণের মাঝে রয়েছে জ্বর, ঘাড় শক্ত হয়ে আসা এবং কাশি। প্রাথমিক অবস্থায় এই রোগটি শনাক্ত করা কঠিন কারণ এই রোগের লক্ষণগুলো অন্যান্য ভাইরাসজনিত রোগের মতোই। তবে মেনিনজাইটিসে আক্রান্ত রোগীর অবস্থার খুব দ্রুত অবনতি হতে পারে যার ফলে ২৪ ঘণ্টার মাঝেই মৃত্যু হবার সম্ভাবনা থাকে। তাই এমন অবস্থা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com