নরসিংদীতে স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নগদ টাকা, প্রাইভেটকারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।
এর আগে শুক্রবার দিনগত রাত পুরাতন লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শরিয়তপুর জেলার জাজিরা থানা এলাকার কুন্ডেরচর এলাকার আনোয়ার হোসেন দেওয়ান (৪০), দাইমুদ্দিন খলিফার কান্দি এলাকার মো. দেলোয়ার হোসেন খলিফা (৩৬), মাদারীপুর সদর থানার বলাইচর এলাকার কামাল খাঁ (৩৯), একই গ্রামের মো. খবির হাওলাদার (৪০), কালকিনী থানার নতুনচর দৌলতখান এলাকার খালেক হাওলাদার (৩৭), বরিশাল জেলার বানারীপাড়া থানার ব্রাহ্মণকাঠী এলাকার মো. আল মিরাজ ওরফে মিন্টু (৩৮), টাঙ্গাইলের মির্জাপুর থানার বন্দকাউলজানি এলাকার আব্দুর রহিম মিয়া (৩১), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীপুর গ্রামের মো. কবির হোসেন (৩৮) ও ঝাউকান্দি (নিরাতকান্দা) এলাকার আ. রহিম মিয়া (৩৯)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তারা ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানাধীন নয়ারহাট বাজারে ও ৩১ আগস্ট দিনগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। পৃথক দুটি মামলা দিয়ে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/পিকে